রবিবার, ৭ জুলাই, ২০২৪

সখীপুরে যুবসমাজের স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

টাঙ্গাইলের সখীপুরে চলাচলের অনুপযোগী একটি সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছে স্থানীয় যুবকরা। স্বেচ্ছাশ্রমে গত তিনদিন ধরে ওই সড়কের মেরামতের কাজ চলছে।

শনিবার দুপুরে গিয়ে দেখা যায়, বহুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোশারফ হোসেন, জুয়েল সিকদার, হাসান সিকদার, সবুজ মিয়া, খালিদ হাসান, রিফাত মিয়া, কামরুল হাসান , রায়হান শিকদার , সোহেল (বাবু), মেজবা সিকদার ,সাগর মিয়া, জিহাদ, রনি চন্দ্রকুচ, ফয়সাল সিকদার, রাসেল সিকদার, হাসান, মো : সোহেল , মো: মাহিম, রবিন, রবিউলসহ ২৫-৩০ জন তরুণ-যুবক মিলে রাস্তা মেরামতের কাজ করছে। 

জানা গেছে, উপজেলার কালিদাস-বহুরিয়া সড়কের অন্তত ১ কিলোমিটার দীর্ঘদিন ধরেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে চলাচল বন্ধ হয়ে ওই এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েন। উপায় না পেয়ে স্থানীয় যুবকরা রাস্তায় কাউচি ফেলে সড়কটি মেরামতের উদ্যোগ নেয়।

বহুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোশারফ হোসেন জানান মাসব্যাপী স্বেচ্ছায় রাস্তা সংস্কার কাজ শুরু করেছি, আশা করি এ ধারা অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, ঐ সড়ক দিয়ে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ প্রতিদিন শতশত মানুষ চলাচল করে। এলাকাবাসীর প্রত্যাশা জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় পাকা করণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership