শনিবার, ৬ জুলাই, ২০২৪

প্রধানমন্ত্রীর ভারত সফর শতভাগ সফল: প্রতিমন্ত্রী টিটু

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর শতভাগ সফল হয়েছে বলে দাবি করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
জেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়নের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। 

শনিবার (৬ জুলাই) টাঙ্গাইল জেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান।

 
প্রতিমন্ত্রী বলেন, ‘ভারত সরকার গঠনের ১৫দিনের মধ্যেই সর্বপ্রথম শেখ হাসিনাকে অতিথি হিসেবে দাওয়াত করেছে। সেখানে দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদারে কি কি করণীয়, আমদানি রফতানি বাণিজ্য, বর্ডার ট্রেড, বর্ডার সংযোগসহ সব বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।’
 
তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া ভারত সফর থেকে ফিরে এসে বলেছিলেন তিস্তা চুক্তির কথা তার নাকি মনেই ছিল না, ভুলে গিয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা তিস্তা চুক্তির বিষয়ে ভারত সরকারের সঙ্গে কথা বলেছে। নরেন্দ্র মোদি নিজেই বলেছেন তিস্তার পানি ব্যবস্থাপনায় ভারত সরকার বাংলাদেশের পাশে থাকবে। যে ধরনের পদক্ষেপ নেয়া দরকার, সেই ব্যবস্থা নেবে।’
 
আরও পড়ুন: কৃষিবান্ধব নীতির ফলে টেকসই কৃষি প্রবৃদ্ধি নিশ্চিত হয়েছে : প্রধানমন্ত্রী
 
দেশের সব জেলা ও উপজেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতালে জনগণের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতের জন্য সরকার উদ্যোগী হয়েছে উল্লেখ করে টিটু বলেন, হাসপাতালগুলোতে কি কি ত্রুটি রয়েছে, তা চিহ্নিত করা হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান করে জনগণের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।’
 
এ সময় হাসপাতালগুলোতে কর্মরত চিকিৎসক, নার্সদের সব রোগীদের প্রতি আরও আন্তরিক হওয়ার আহবান জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী।
 
টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাঁপা, সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী, সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়সারুল ইসলাম, জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.