সোমবার, ৮ জুলাই, ২০২৪

সখীপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ২০২৪--২০২৫ অর্থ বছরের ২৫ কোটি ৪৬ হাজার ৬’শ ১৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৮ জুলাই) বিকাল ৩ টায় পৌরসভা কার্যালয়ে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এ বাজেট ঘোষণা করা হয়। এ সময় পৌর মেয়র আবু হানিফ আজাদ লিখিত বাজেট পাঠ করেন। 

এতে আয় ধরা হয় ২৫ কোটি ৪৬ হাজার ৬’শ ১৪ টাকা এবং ব্যয় ধার্য করা হয় ২৩ কোটি ৩৩ লাখ ৮১ হাজার ৭’শ ৬১ টাকা এবং স্থিতি ১ কোটি ৬৬ হাজার ৬৪ হাজার ৮৫৩ টাকা।

পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৮ বাসাইল-সখীপুরের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী, প্যানেল মেয়র মো.বিল্লাল শিকদার, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, পৌর নির্বাহী কর্মকর্তা মো. কামরুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: মাহবুবুর রহমান, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলরবৃন্দসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership