সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি :টাংগাইলেের কালিহাতী উপজেলায় আউলিয়াবাদ আলাউদ্দিন সিদ্দিক মহাবিদ্যালয়ের ২০২৪ ইং এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ২৮শে জুন সকাল ১০টায় আউলিয়াবাদ কনফারেন্স রুমে এই অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়। সাবেক সংসদ সদস্য লায়লা সিদ্দিকীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন তিন প্রজন্মের কালিহাতীর অভিভাবক আবদুল লতিফ সিদ্দিকী এমপি।
এতো আরে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন, করিমন নেছা সিদ্দিকী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের আর যদি মহাবিদ্যালয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল হোসেন ভূঁইয়া এবং মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অভিভাবক বৃন্দ।অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত এর মাধ্যমে আনুষ্ঠানিকতা আরম্ভ হয়।এবছর আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয় হতে ১২৬ জন এইচএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।অনুষ্ঠান শেষে মিলাদ মাহফিল ও দোয়া এবং তবারক বিতরণ করা হয়।