শনিবার, ২৯ জুন, ২০২৪

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন টাঙ্গাইলের আলমগীর হোসেন

শ্রেষ্ঠ কর্মচারী ক্যাটাগরিতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তার হাতে পদক তুলে দেন বঙ্গনন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী এবং সচিব ফরিদ আহাম্মদ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী এসময় শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার অঙ্গীকার পূণর্ব্যক্ত করে প্রধান অতিথির ভাষণ দেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১২৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৩’ ও প্রদান করেন। 

শিক্ষা সপ্তাহ উপলক্ষে ১৮টি ক্যাটাগরিতে ১২৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে ৩৬ জন শিক্ষার্থী, ১৫ ব্যক্তি এবং তিনটি সংস্থা সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করেন।

দেলদুয়ার উপজেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের কলমাইদ গ্রামের কৃতি সন্তান।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.