মঙ্গলবার, ৭ মে, ২০২৪

সকালে নতুন মোটরসাইকেল কিনে বিকালে নিহত যুবক

গাজীপুরে গরুভর্তি পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নাহিদ হাসান (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৭ মে) বিকালে কালিয়াকৈর-ফুলবাড়ীয়া সড়কের বড়চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত নাহিদ হাসান কালিয়াকৈর উপজেলার জাথালিয়া পশ্চিমপাড়া এলাকার মইজ উদ্দিনের ছেলে। জানা গেছে, সকালে নতুন একটি মোটরসাইকেল কেনে নাহিদ। 

বিকাল সাড়ে পাঁচটার দিকে নতুন মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে ফুলবাড়ীয়া বাজারের দিকে যাচ্ছিল। পথে কালিয়াকৈর-ফুলবাড়ীয়া আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরুভর্তি একটি পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। 

এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে সড়কের পাশে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নাহিদ হাসান নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নাহিদের লাশ উদ্ধার করে ফুলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা।

ফুলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের এসআই সোহেল মোল্লা বলেন, নিহত নাহিদের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর পিকআপসহ চালক পালিয়ে যান। 

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership