মঙ্গলবার, ৭ মে, ২০২৪

কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতীতে কাভার্ডভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন ।

 আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের উপজেলার সরাতৈল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক সুজন মিয়া কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার কল্যাণপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে।

বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) লিটন মিয়া জানান, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা কাভার্ডভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়। এত ঘটনাস্থলেই ট্রাক চালকের মৃত্যু হয় ও কাভার্ডভ্যানের দুইজন গুরুতর আহত হয়েছে। তাদের উদ্ধার করে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে দুর্ঘটনার ফলে মহসড়কের চার কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনা কবলিত যান দুটি সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়। 

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership