বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সখীপুরে বৃষ্টি প্রার্থনায় ইসতিসকার নামাজ

অতি তীব্র দাবদাহ, সঙ্গে কড়া রোদ আর অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সখীপুরসহ আশেপাশের অঞ্চলের মানুষ। 

অনাবৃষ্টিতে নষ্ট হচ্ছে আম, লিচুসহ নানা ফল ও ফসল। পরিত্রাণের জন্য আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে বুধবার (২৪ এপ্রিল) সকাল ১১ টার উপজেলার আমতৈল নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠ প্রাঙ্গণে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচণ্ড খরা থেকে রেহাই পেতে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ ও দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম হাফেজ মাওলানা আসলাম উদ্দিন। 

এদিকে তীব্র গরমের মধ্যে গতকাল ২৩ এপ্রিল মঙ্গলবার সখীপুরে সর্বোচ্চ ৩৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে দেশব্যাপী এই তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। 

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership