বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

টাঙ্গাইলে নেশাগ্রস্ত ছেলের ধাক্কায় বাবা নিহত

টাঙ্গাইলের ঘাটাইলে নেশাগ্রস্ত ছেলের ধাক্কায় তপন সাহা (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা ঘটছে। 

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার হামিদপুর সাহাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত তপন সাহা একই গ্রামের মৃত অনুদাস সাহার ছেলে। তার হামিদপুর বাজারে একটি মুদি দোকান ছিল।

স্থানীয়রা জানায়, নিহতের ছেলে তন্ময় সাহা (২৫) একজন মাদকসেবি। মঙ্গলবার দুপুরে তার বাবা দোকান বন্ধ করে বাসায় আসেন খাওয়ার জন্য। এ সময় বাড়িতে টাকার জন্য বাবার সাথে মাতলামি করে তর্কে জড়িয়ে পড়ে। 

এক পর্যায়ে ছেলে বাবাকে ধাক্কা ও কিলঘুসি দিলে বাবা ঘরের মেঝেতেই লুটিয়ে পড়ে সাথে সাথেই মারা যান। তবে পরিবারের দাবি, তিনি আগে থেকেই অসুস্থ ও হার্টের রোগী ছিলেন।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership