শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

সখীপুরে ভোক্তা অধিকার দিবস পালন

সখীপুর প্রতিনিধি: সখীপুরে আজ শুক্রবার ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে। এ দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন বাজার বণিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, ব্যবসায়ী ও ভোক্তাদের নিয়ে উপজেলা প্রশাসন র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। 

র্যালি শেষে উপজেলা হলরুমে মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, বীর মুক্তিযোদ্ধা এম ও গণি, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, অধ্যক্ষ এম এ রউফ, প্রধান শিক্ষক কাইয়ূম হোসাইন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইসমত আরা, মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা, সখীপুর বাজার বণিক সমিতির সভাপতি বিল্লাল হোসেন, বড়চওনা বাজার বণিক সমিতির সভাপতি নূরুল ইসলাম, নলুয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শরীফ হোসেন মোল্লা প্রমুখ।
 
আলোচনা সভায় বক্তারা জিনিস পত্রের দামের উর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে কার্যকর ভূমিকা রাখার অনুরোধ করেন। 

সখীপুর প্রতিনিধি 
১৫.০৩.২৪

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership