বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

সখীপুরে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যার অভিযোগ

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে নূরুল ইসলাম (৬৫) নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার(১৫ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার বড়চওনা বিন্নাখাইড়া এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সখীপুর থানা পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

পুলিশসূত্রে জানা যায়, নিহত নূরুল ইসলামের বাড়ি উপজেলার বড়চওনা বিন্নাখাইড়া এলাকায়। তিনি ঐ এলাকার মৃত ডালিম উদ্দিনের বড় ছেলে।

নিহতের ছোট ভাই নূর জামাল(৪৫) জানান, বড় ভাই নূরুল ইসলাম তার পরিবার নিয়ে আলাদা বসবাস করত।
পারিবারিক বিভিন্ন কারণে আমার ভাই অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে যায়। যার কারণে বড় ভাই মানসিকভাবে বিপর্যস্ত ছিল।
কোনভাবেই ঋণের টাকা পরিশোধ করতে না পারায় পূর্বেও কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা চালিয়েছেন তিনি।

গতরাতে খাওয়া-দাওয়ার পর রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে বাড়ির পাশে একটি গাছের সাথে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

সখীপুর থানার এসআই ফজলুল হক জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সোহেল রজত 
সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি 
০১৫১৮-৩০১২৮৯
১৬-০২-২০২৪

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership