বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই- সাজ্জাদ খোশনবীশ।

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী আদি টাঙ্গাইল বাজিতপুর খেলার মাঠে চলছে মরহুম আলহাজ্ব হযরত আলী ভূঁইয়া স্মৃতি শর্টপিচ নাইট ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৪। 

 টুর্ণামেন্ট এর আজকের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশ। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি টুর্নামেন্টের আয়োজক ও অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন 'তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের টুর্ণামেন্ট আয়োজন নিঃসন্দেহে খেলাধুলার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।' 

এসময় উপস্থিত ছিলেন টুর্ণামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদানকারী ও খেলাপাগল হিসেবে সুপরিচিত টাঙ্গাইল পৌরসভার ১২নং ওয়ার্ড এর কাউন্সিলার মোঃ আমিনুর রহমান আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। টুর্নামেন্টের ১৫ফেব্রুয়ারি বৃহস্পতিবার এর খেলায় থানাপাড়া ক্লাব ও ইয়ং স্টার বয়েজ ক্লাব অংশগ্রহণ করে। খেলায় জয় লাভ করে ইয়ং স্টার বয়েজ ক্লাব। এতে ম্যান অফ দা ম্যাচ হয়েছেন ইয়ং স্টার বয়েজ ক্লাবের মোঃ শিমুল।

এখানে উল্লেখ্য যে, গত ৯ ফেব্রুয়ারি 'মরহুম আলহাজ্ব হযরত আলী ভূঁইয়া স্মৃতি শর্টপিচ নাইট ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৪'এর উদ্বোধন করা হয়। টুর্ণামেন্টে মোট বিশটি দল অংশগ্রহণ করে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.