বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

ঢাবিতে সখীপুরের 'লালমাটি'র কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত টাঙ্গাইলের সখীপুর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন 'লালমাটি'র নতুন কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। 

সোমবার সংগঠনটির সভাপতি সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক তানজিন আহমেদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ১ বছরের জন্য সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।

নবগঠিত কমিটিতে ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টের মাস্টার্সের শিক্ষার্থী মাসুদ পারভেজকে সভাপতি এবং ইসলামিক স্টাডিস বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত জাহিদ হাসানকে সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে।

উল্লেখ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সখীপুর উপজেলার শিক্ষার্থীদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দতা বৃদ্ধি এবং ঐক্যবদ্ধ পথচলার লক্ষ্যে ২০১৯ সালের ৩ এপ্রিল 'সখিপুর উপজেলা ছাত্রকল্যাণ পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়' 'লালমাটি' নামে পথচলা শুরু করে। 

প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা, নবীন বরণ, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, পিকনিক ও মিলনমেলা, ইফতার মাহফিল, ছোট-বড় বিভিন্ন উৎসবসহ শিক্ষার্থীদের আত্মবিকাশ ও কল্যাণে নিয়মিত অন্যান্য কর্মসূচি পালন করে আসছে।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership