বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

সখীপুরে গুড নেইবারসের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা সহায়তা 

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে 'গুড নেইবারস বাংলাদেশ', সখীপুর সিডিপি'র উদ্যোগে ২০২৪ সালে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে রেজিস্ট্রেশন ফি সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০নভেম্বর ) সকাল ১১ টায় উপজেলার কালিয়ান পাড়ায় অবস্থিত গুড নেইবারস বাংলাদেশ সখীপুর (সিডিপি) কার্যালয়ে এ শিক্ষা সহায়তা প্রদান করা হয়। শিক্ষার্থীদের আর্থিক অবস্থা বিবেচনা করে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ২৯ জন শিক্ষার্থীর মাঝে ২ হাজার টাকা করে মোট ৫৮ হাজার টাকার শিক্ষা সহায়তা প্রদান করা হয়। 
সিডিপি ম্যানেজার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সহকারী ম্যানেজার (সিডিপি প্রোগ্রাম) ঝর্ণা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ। বক্তব্য শেষে তিনি ২৯ জন শিক্ষার্থীর মাঝে এ অর্থ সহায়তা তুলে দেন।

সোহেল রজত 
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
০১৫১৮-৩০১২৮৯
৩০-১১-২০২৩

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership