Breaking News

সখীপুর বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি বিল্লাল, সম্পাদক লোকমান

সখীপুর বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি বিল্লাল, সাধারণ সম্পাদক লোকমান 

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা 

টাঙ্গাইলের সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন বিল্লাল হোসেন। সাধারণ সম্পাদক হয়েছেন লোকমান হোসেন। 

শনিবার (৭ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলা পরিষদের পুরনো হলরুমে বণিক সমিতির সদস্যদের ভোট গ্রহণ শেষে রাত ৮ টার পরে ফলাফল ঘোষণা করা হয়। এতে ছাতা প্রতীকে লড়াই করে ৯৬৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন বিল্লাল হোসেন। আর আম প্রতীকে লড়াই করে ৮১৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লোকমান হোসেন। 

এ ছাড়া সহ-সভাপতি হয়েছেন জাহাঙ্গীর আলম। সহসম্পাদক জেলহক সিকদার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নাহিদ, দপ্তর সম্পাদক সামাদ মিঞা, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান, প্রচার সম্পাদক শ্রী রঞ্জিত শীল আর ক্রীড়া সম্পাদক হয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান। 

সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যকরী পরিষদের এ নির্বাচনে ৯ পদে বিভিন্ন প্রতীকে মোট প্রার্থী হয়েছিলেন ২৬ জন। মোট ভোটার ছিলেন ২৩৫৩ জন। ভোট দিয়েছেন ২১৩৩ জন ভোটার। 

Type and hit Enter to search

Close