Breaking News

মুয়াজ্জিন সেজে আসামি গ্রেপ্তার করলেন সখীপুর থানার এএসআই এনামুল

জমিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। পাঞ্জাবি ও টুপি পরে মুয়াজ্জিন পরিচয় দিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন তিনি। 

একপর্যায়ে খেতে কাজ করা শাহাদাত হোসেন (৪২) নামের এক ব্যক্তির নাম-পরিচয় জানার পর তাঁকে জাপটে ধরেন ওই মুয়াজ্জিন। পরে হাতকড়া বের করলে এ সময় শাহাদাত পালানোর চেষ্টা করেও বিফল হন। পরে সবাই জানতে পারেন, মুয়াজ্জিন পরিচয়ে আসা ব্যক্তি পুলিশের এএসআই এনামুল হক। 

গতকাল টাঙ্গাইলের সখীপুর উপজেলার দেওবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। 
গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামি শাহাদাত হোসেন উপজেলার যাদবপুর চাকলাপাড়া গ্রামের বাসিন্দা। 

পুলিশ জানায়, ২০১৯ সালে টাঙ্গাইলের একটি আদালত স্ত্রীর করা মামলায় শাহাদাতকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা ও এক বছরের সাজা দেন। এর পর থেকে তিনি চার বছর ধরে পালিয়ে বেড়াচ্ছেন। ওসি শেখ শাহিনুর রহমান বলেন, সাজাপ্রাপ্ত আসামি শাহাদাতকে গ্রেপ্তার করা হয়েছে। 
আজ রোববার তাকে  আদালতে পাঠানোর কথা রয়েছে। 

Type and hit Enter to search

Close