Breaking News

সখীপুরে ধর্ষণের শিকার কিশোরী অন্তঃসত্ত্বা! অভিযুক্ত কলেজছাত্র গ্রেফতার

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ধর্ষণের শিকার হয়ে এক কিশোরী (১৪) অন্তঃসত্ত্বা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই কিশোরীর বাবা গতকাল রোববার সকালে বাদী হয়ে সখীপুর থানায় একটি মামলা করেন। এদিকে মামলা হওয়ার এক ঘণ্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার কলেজছাত্র মানিক মিয়া (২৫) উপজেলার প্রতিমাবংকী গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি কলেজের সম্মান শেষ বর্ষের শিক্ষার্থী। গতকাল দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোরী নানার বাড়িতে থেকে স্থানীয় একটি কওমি মাদ্রাসায় পড়াশোনা করত। গত রমজান মাসে ওই কিশোরীর ঘরে ঢুকে মানিক মিয়া একাধিকবার ধর্ষণ করেন। মেয়েটি সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি এলাকায় জানাজানি হয়। গতকাল সকাল নয়টার দিকে মেয়েটির বাবা ওই কলেজছাত্রকে আসামি করে থানায় মামলা করেন।

সখীপুর থানার উপপরিদর্শক আল আমিন বলেন, ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়ান-স্টপক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান বলেন, মামলা হওয়ার এক ঘণ্টার মধ্যে একমাত্র আসামিকে গ্রেপ্তার করে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Type and hit Enter to search

Close