রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

টাঙ্গাইলে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলের ঘাটাইলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। 

নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের মুখ্য গাঙ্গাইর গ্রামের এসএসসি পরীক্ষার্থী মো. রনি (১৮) ও কদমতলী এলাকার শহিদুর রহমান (৩৫)।

রবিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার দেউলাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে টাঙ্গাইলের ঘাটাইল থানার ওসি লোকমান হোসেন বলেন, বিকেলে দেউলাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। 

এতে দুই মোটরসাইকেলের চালক গুরুতর আহত হন। উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় উভয়েরই মৃত্যু হয়।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership