বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

কালিহাতীতে পাওনা টাকা জন্য হামলা, আহত যুবকের মৃত্যু

সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে পাওনা টাকা না দেওয়ায় হামলা। হামলায় আহত আব্বাস আলী (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।  বুধবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বেড়ী পটল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্বাস আলী ওই গ্রামের মৃত কাশেম আলীর ছেলে।


পুলিশ জানায়, মোবাইল ফোন বিক্রির পাওনা দুই হাজার টাকার জন্য সদর থানার কাকুয়া ইউনিয়নের পৌলী গ্রামের নুরুর ছেলে সোহেল ও তার জামাতা আব্দুল মমিন মঙ্গলবার দুপুরে আব্বাসের বাড়িতে যান। টাকা না দেওয়ায় কথা কাটাকাটির একপর্যায়ে তারা আব্বাসকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। 


এসময় আব্বাসের বড় ভাই আক্তার হোসেন (২৮) ঠেকাতে গেলে তাকেও পিটিয়ে হাত পা ভেঙে দেন তারা।


পরে আহত দুজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়। আর মাথায় সেলাই করিয়ে আব্বাসকে বাড়ি নেওয়া হয়। পরে বুধবার বাড়িতেই আব্বাসের মৃত্যু হয়।


বিষয়টি নিশ্চিত করে মগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাইমুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership