Breaking News

সখীপুরে জুয়া খেলার অপরাধে কারাগারে ৪ যুবক

টাঙ্গাইলের সখীপুরে জুয়া খেলার আসর থেকে চার যুবককে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার রাতে উপজেলার কচুয়া গ্রামে এক বাউল গানের আসরের পাশ থেকে তাদের আটক করে পুলিশ। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ।  

দন্ডপ্রাপ্তরা হলেন কচুয়া গ্রামের শহিদুল ইসলাম (২৭), সবুজ মিয়া (২৩), রাসেল শেখ (২৩) এবং সজীব আহমেদ (২০)।

সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, স্থানীয় একটি বাউল গানের আসরকে কেন্দ্র করে জুয়া খেলার আসর বসছিলো।

সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে চার যুবককে আটক করে থানায় নিয়ে আসি। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালত বসিয়ে চার জনকে সাত দিনের কারাদণ্ড দেয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ বলেন, জুয়া খেলার অপরাধে চারজনকে সাত দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

Type and hit Enter to search

Close