শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

কালিহাতী উপজেলা দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

সাইদুর রহমান সমীর টাংগাইল প্রতিনিধি: হিন্দু সম্প্রদায়ের সর্বজনীন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। 


উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হুসেইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী, কালিহাতী থানার অফিসার ইনচার্জ কামরুল ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, কালিহাতী পৌরসভার মেয়র নুরুন্নবী সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. গণেশ চন্দ্র সাহা প্রমুখ। 


সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পরিতোষ সেনাসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পূজা মন্ডপের প্রতিনিধিরা ও হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।


এ সময় শারদীয় দূর্গোৎসব যথাযথভাবে উদযাপন করার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয় এবং সকলকে ধর্মীয় রীতিনীতি মেনে চলার আহ্বান জানানো হয়। এছাড়াও আইন শৃঙ্খলা কিভাবে শান্তিপূর্ণ থাকবে সে বিষয়ে আলোকপাত করেন বক্তারা। এ সময় অপরাধ দমনে পূজা মন্ডপে সিসি ক্যামেরা লাগানোর জোর দাবি জানানো হয়। 


উল্লেখ্য, এ বছর কালিহাতী উপজেলায় ১৯২টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.