Breaking News

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে মাঠে পেয়ে আনন্দে আত্নহারা অনুসারীরা

সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে অব্যাহত পথসভা করে যাচ্ছেন
 মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার
বিকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা বাজারে এক পথসভায় আয়োজন করা হয়।
সাবেক মন্ত্রীকে মাঠে পেয়ে আনন্দে আত্নহারা তার অনুসারিরা। ইতিমধ্যে আবদুল লতিফ সিদ্দিকীর গণসংযোগ নিয়ে রাজনীতির মাঠে নানা আলোচনা শুরু হয়েছে।
তৃনমুলে অবহেলিত লতিফ সিদ্দকীর অনুসারি নেতাকর্মীরা তাকে কাছে পেয়ে আনন্দে আত্নহারা হয়ে পড়েন। 
এসময় জননেতা আবদুল লতিফ সিদ্দিকী'র সাথে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ও সাবেক সংসদ সদস্য লায়লা সিদ্দিকী, বাংড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী নেতা, নাগবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাকসুদুর রহমান সিদ্দিকী মিল্টন, বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহরাব আলী প্রমুখ।
এছাড়াও আওয়ামীলীগের ত্যাগী, অবহেলিত ও তৃণমূলের বিভিন্ন নেতা-কর্মীরা অংশ নেয়ায় ওই পথসভাটি জনসভায় রুপ নেয়।এ সময় আব্দুল লতিফ সিদ্দিকী বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় আবারো ভোট দিবেন।

Type and hit Enter to search

Close