বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

১ মণ দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবলীগ নেতা

২১ বছর ধরে রাজনীতি করলেও ভালো কোনো পদ না পাওয়ার ক্ষোভে রাজনীতি থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার ২১নং ঢোলারহাট ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া।

বুধবার (২৫ অক্টোবর) ঢোলার বাজার এলাকায় কয়েকশ মানুষের সামনে তিনি ১ মণ দুধ দিয়ে গোসল করে যুবলীগের রাজনীতি থেকে বিদায় নেন।

৫০ বছর বয়সী বাবলু ২১নং ঢোলারহাট ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ধর্মপুর (ঢোলারহাট বাজার) এলাকার হোসেন আলীর ছেলে।তিনি বলেন, প্রায় ২৫ বছর ধরে যুবলীগ করে আসছি। কিন্তু তারপরও দল আমাকে মূল্যায়ন করেনি। তাই আমি এই দল ছেড়ে দিতে চাই। সেই সঙ্গে ঘোষণা দিচ্ছি, আমি আর রাজনীতি করব না। 

এতদিন রাজনীতি করতে গিয়ে যদি কারও ক্ষতির কারণ হয়ে থাকি তাহলে ক্ষমা চাই। আমাকে ক্ষমা করবেন। আমি নিজেকে পরিশুদ্ধ করে স্বাভাবিক জীবনে ফিরতে চাই।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership