INFO Breaking
Live
wb_sunny

Breaking News

কালিহাতীতে সরকারী রাস্তা বেদখল

কালিহাতীতে সরকারী রাস্তা বেদখল

সাইদুর রহমান সমীর, টাঙ্গাইল প্রতিনিধি: কালিহাতী উপজেলায় তকেয়াপাড়া, হাজী বাড়ি আউলিয়া বাদ গ্রামে সরকারী রাস্তায় গাছ ও ব্যারিকেড দিয়ে বেদখল করে রেখেছে মৃত জব্বারের ছেলে বাদশা ও  ও আনিছ পিতা মৃত মজিবর গাংরা।

এতে করে তিন হাজার পরিবারের লোকজনের যাতায়তের রাস্তায় চলাফেরা করতে পারছে না। জনগণ ভোগান্তিতে রয়েছে। সরেজমিনে জানা যায়,পারর্খী ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত তালুকদার ইতিপূর্বে বাদশা রাস্তার উপর গাছ লাগালে ইউপি চেয়ারম্যান লিয়াকত তালুকদার গিয়ে সে রাস্তার গাছ উপড়ে ফেলে জনগণের যাতায়াতের সু ব্যবস্থা করে দেন। 

বাদশা ও আনিস গাংরা পূনরায় রাতের অন্ধকারে আবারো গাছ লাগিয়ে বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে রাখে। সাধারণ জনগণের রাস্তা পূরোপুরিভাবে বন্ধ রয়েছে। স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা এ রাস্তা দিয়ে যাতায়াত না করতে পেরে চরম দুর্ভোগে পড়েছেন। 

বিষয়টি এখন চরম পর্যায়ে রয়েছে এবং এলাকায় যেকোন মুহুর্তে বিশৃঙ্খলার সৃষ্টি  হওয়ার সম্ভাবনা রয়েছে।এ ব্যাপারে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সাধারণ জনগণ।