INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরের ওসি টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ

সখীপুরের ওসি টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রেজাউল করিম টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে এ উপলক্ষে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

এ ছাড়া শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসার হিসেবে সখীপুর থানার এসআই মো: মনিরুজ্জামান, এসআই মাসুদ রানা, এএসআই সুমন, এএসআই আব্দুস সালাম ও কনস্টেবল আনোয়ার হোসেনকে পুরস্কৃত করা হয়েছে।

সখীপুর থানার আইন শৃঙ্খলা ও আপরাধ নির্মূল করাসহ নানাবিধ কাজের জন্য মাসিক মূল্যায়নে ওসি রেজাউল করিমসহ ছয়জন পুলিশ পুরস্কৃত হওয়ায় সখীপুরের সাধারণ মানুষ আনন্দিত।

ওসি রেজাউল করিম বলেন, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমি আমার অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছি। আমার দায়িত্বের মূল্যায়নে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হওয়ায় এবং সখীপুর থানাকে টাঙ্গাইলের মধ্যে শ্রেষ্ঠ থানা হিসেবে পরিচিতি লাভ করায় আমি খুবই আনন্দিত। আমি ও আমার পুলিশ সদস্যদের জন্য সবার কাছে দোয়া চাই। বাকি সময়টা যেন সততা ও দক্ষতার সাথে কাজ করে যেতে পারি।