শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

কালিহাতীতে শেখ রাসেল বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

সাইদুর রহমান সমীর,টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতীতে শেখ রাসেল স্মৃতি সংঘের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৯ সেপ্টেম্বর, শনিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে শেখ রাসেল স্মৃতি সংঘের আয়োজনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শেখ রাসেল স্মৃতি সংঘের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামানের সভাপতিত্বে ও শেখ রাসেল স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক ও মগড়া পালস্ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মুহাম্মদ শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আবুল মুনসুর ভুঁইয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবীর প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership