Breaking News

কালিহাতীতে বাস চাপায় প্রান গেল মোটরসাইকেল আরোহীর

সাইদুর রহমান সমীর, টাংগাইলে প্রতিনিধি :
টাংগাইলের কালিহাতী ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মহাসড়কের ভূঞাপুর লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হচ্ছেন, ইসমাইল হোসেন (৫৫) ও মাসুদুর রহমান মজুমদার (৫৪)। তারা দুই জনেই একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি করেন।


বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই মো. লিটন মিয়া বলেন, দুপুরে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা হাসিব পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। অপর দিকে মোটরসাইকেলটি মহাসড়ক পার হওয়ার সময় বাসটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইসমাইল হোসেন ও মাসুদুর রহমান মজুমদার মৃত্যুবরণ করেন। লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষেলাশ গুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন, এ ঘটনায় বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়েছে।

সাইদুর রহমান সমীর
কালিহাতী প্রতিনিধি 
মোবাইল 01738557207

Type and hit Enter to search

Close