INFO Breaking
Live
wb_sunny

Breaking News

কালিহাতীতে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা

কালিহাতীতে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা

সাইদুর রহমান সমীর, টাঙ্গাইল :প্রতিনিধি 
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে ও শহীদদের স্মরণে কালিহাতী পৌর আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ আগস্ট) বিকেলে কালিহাতী সদরের শহীদ শফি সিদ্দিকী চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।

এসময় কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এমএ মালেক ভুঁইয়া, 

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, কালিহাতী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোহাম্মদ নুরুন্নবী সরকার।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম নুরুল আলম খসরু, এলেঙ্গা পৌরসভার মেয়র নুর-এ আলম সিদ্দিকী, উপজেলা কৃষক লীগের সভাপতি ইকবাল হোসেন রিন্টু, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা শ্রমিকলীগের সভাপতি শেখ জাহিদুল ইসলাম শিপলু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল লতিফ মোল্লা প্রমুখ। এসময় উপজেলা আওয়ামীলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।