সখীপুর
বুয়েটে চান্স পাওয়া আল-আমীনকে অর্থ সহায়তা প্রদান করলেন লাবিব গ্রুপের চেয়ারম্যান
সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: সখীপুরে বুয়েটে চান্স পাওয়া হতদরিদ্র পরিবারের সন্তান মোঃ আল আমীনকে অর্থ সহায়তা প্রদান করলেন লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল।
মঙ্গলবার(২৯ আগস্ট) উপজেলার আলমগীর র্যাঞ্চ লিমিটেডের সখীপুর কার্যালয়ে বুয়েটে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী আল-আমীনকে নগদ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা করা হয়। আল-আমীন উপজেলার কচুয়া গ্রামের আজিজুল মিয়ার ছেলে।
এসময় আলমগীর র্যাঞ্চ লিমিটেডের ডিএমডি মাহবুবুল আলম মনির, বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ হোসেন, আলমগীর র্যাঞ্চ লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার মো: রাসেল আহমেদ, কর্মকর্তা মাইনুল ইসলাম মুক্তা, নজরুল সিকদার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সম্প্রতি ভ্যানগাড়ি চালক আজিজুল মিয়ার স্বপ্ন পূরণে দরিদ্রতার বাধা ডিঙিয়ে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েটে পড়াশোনার সুযোগ পায় তার ছেলে মোঃ আল আমীন।
লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল জানান, দরিদ্র পরিবার থেকে উঠে আসা আল-আমীন আমাদের গৌরব। আমি তার সর্বাঙ্গীন সফলতা কামনা করি।