বুধবার, ৭ জুন, ২০২৩

টাঙ্গাইলের কালিহাতীতে যায়যায়দিনের ১৮ বছরে পদার্পণ উদযাপিত

সাইদুর রহমান সমীর, টাংগাইল পতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে পাঠকপ্রিয় জাতীয় দৈনিক যায়যায়দিনের ১৮ বছরে
পদার্পণ উদযাপন করা হয়েছে। 

এ উপলক্ষে মঙ্গলবার(৬ জুন) বিকালে কালিহাতী উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। 

 যায়যায়দিনে স্টাফ রিপোর্টার মু. জোবায়েদ মল্লিক বুলবুল, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি তারেক আহমেদ, সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান,   সহ-সভাপতি দাস পবিত্র, সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর রহমান, যুগ্ম-সম্পাদক সোহেল রানা ও মনির হোসেন, ক্রীড়া সম্পাদক আনিছুর রহমান শেলী,  দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ এসময় আরো উপস্থিত ছিলেন কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সদস্য এনায়েত করিম, জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, শামীম আল মামুন, শাহীন আলম, সাইদুর রহমান সমীর প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা ও স্বাগত বক্তব্য রাখেন, যায়যায়দিনের কালিহাতী প্রতিনিধি রাইসুল ইসলাম লিটন।

আলোচনা সভায় বক্তারা দেশের অন্যতম প্রভাবশালী পত্রিকা দৈনিক যায়যায়দিনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং আগামীতে এ ধারা অব্যাগত রাখার পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership