মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

সখীপুরে বনবিভাগের সুবিধাভোগী সদস্যদের মাঝে সুফল প্রকল্পের চেক বিতরণ

সখীপুর(টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল সখীপুরে টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্প বন সংরক্ষণ গ্রামের সুবিধাভোগী সদস্যদের মাঝে জীবিকা উন্নয়ন তহবিল হতে বহেড়াতৈল রেঞ্জাধীন ৪০৮ জন উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। ১০জুন সকাল ১১টায় উপজেলার বহেড়াতৈল রেঞ্জ অফিস কার্যালয়ে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বন অধিদপ্তরের সুফল প্রকল্পের পরিচালক গোবিন্দ রায়।

টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা মো.সাজ্জাদুজ্জানের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, সুফল প্রকল্পের উপপরিচালক মো.মাহবুবুর রহমান, বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা আমিনুল ইসলাম ও সাখাওয়াত হোসেন প্রমুখ। 
এসময় কচুয়া বিট কর্মকর্তা রতন চন্দ্রসহ বিভিন্ন বিট কর্মকর্তা ও বন প্রহরীগণ উপস্থিত ছিলেন। 

বহেড়াতৈল রেন্জাধীন ৪০৮ জন উপকারভোগীদের প্রতিজনকে ২৫ হাজার দুইশত টাকা করে চেক প্রদান করা হয়।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.