সোমবার, ১২ জুন, ২০২৩

সাপের কামড়ে কৃষকের মৃত্যু

সাইদুর রহমান সমীর,কালিহাতী প্রতিনিধি:টাঙ্গাইলের কালিহাতীতে কাগমাড়ী পাথাইলকান্দি গ্রামে বিষধর সাপের কামড়ে নুরুজ্জামান ( ৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

রোববার রাত ৮টার দিকে বাড়ির পাশের চা স্টলে চা পান করে নিজ বাড়িতে ফেরার পথে তার পায়ে বিষধর সাপ কামড় দেয়।

বাড়িতে এসে স্বজনদের জানায়, স্বজনরা ওঝা দিয়ে চিকিৎসার চেষ্টা চলায় এবং অবস্থার অবনতি হলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

নিহত নুরুজ্জামান উপজেলার সল্লা ইউনিয়নের কাগমাড়ী পাথাইলকান্দি গ্রামের হবিবর রহমানের ছেলে।
সল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership