মঙ্গলবার, ৯ মে, ২০২৩

সখীপুরে নিয়ম অমান্য করে দোকান খোলা রাখায় ২৫ হাজার টাকা জরিমানা

এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে নিয়ম ভঙ্গ করে প্রতিষ্ঠান খোলার দায়ে সখীপুরে ৫ দোকানদারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (৯ মে), সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্র ও সূর্যতরুণ আবাসিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রের আশেপাশে অভিযান চালিয়ে ৫ দোকানদারকে ৫ হাজার টাকা করে জরিমানা আদায়ের নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম।

অর্থদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন রফিকুল ইসলাম, মাহবুব আলম,  নিখিল সাহা, সাহেব আলী এবং নিজাম উদ্দিন।

ইউএনও ফারজানা আলম জানান, আগে জানানোর পরও এসএসসি কেন্দ্রের পাশে ৫ টি দোকান খোলা রাখা হয়েছিল। এজন্য ৫ দোকানদারকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership