সোমবার, ৮ মে, ২০২৩

সখীপুরে যুবকের ঝু*ল*ন্ত লা*শ উদ্ধার

সখীপুরে রুবেল নামে এক যুবকের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। 

সোমবার সকাল ৯টার দিকে উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা দেওয়ানপুর এলাকায় নিজ বাথরুমের পাশে টয়লেটের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। 

রুবেল ওই গ্রামের আছিরুদ্দিনের ছেলে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে রুবেল মিয়ার স্ত্রী তার স্বামীর লাশ বাথরুমের পাশে টয়লেটের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

লাশ দেখে সে কান্নাকাটি করতে থাকে। ওই সময় এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে সখীপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
 ৮ নং বহরিয়া ইউনিয়নের ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার খোদেজা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সখীপুর থানার উপ-পরিদর্শক এসআই মোহাম্মদ আলী বলেন, দুপুরে উপজেলার কালমেঘা দেওয়ানপুর এলাকা থেকে ওই যুবকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হবে।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership