Breaking News

সখীপুরে নাবী পাটবীজ উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ

সখীপুর(টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের  সখীপুরে পাট অধিদপ্তরের আয়োজনে 'উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ প্রকল্পে'র আওতায় নাবী পাটবীজ উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।   মঙ্গলবার (৯ মে)  উপজেলার বিআরডিপি হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

 উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলমের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল। 

এছাড়াও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ইসমত আরা খাতুন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা ওয়াহেদুজ্জামান খান ফরিদ, বিএডিসির সহকারী পরিচালক মাহমুদুল হাসান মোর্শেদ  উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা সোলায়মান সোহেল প্রমুখ।

Type and hit Enter to search

Close