Breaking News

সখীপুরে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগ

কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে সখীপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা উপজেলার আড়াইপাড়া এলাকার কৃষক জোয়াহের মিয়ার ৩০ শতাংশ জমির ধান কাটেন। এতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগ নেতা ফারুক খান।

এসময় ছাত্রলীগ নেতা জুয়েল, আশিক, আনোয়ার, শাহাদত সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

এসময় ছাত্রলীগ নেতারা জানান, জমির ধান পেকে আছে, অথচ শ্রমিকের উচ্চ মূল্যের কারণে কৃষক ধান কাটতে পারছিলেন না। 

সখীপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলার আড়াইপাড়া এলাকায় যায়। সেখানে কৃষক জোয়াহের মিয়ার পরামর্শ অনুযায়ী তার ৩০ শতাংশ জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এতে খুশি কৃষক জোয়াহের মিয়া।

এসময় কৃষক জোয়াহের মিয়া বলেন, আমার পাকা ধান কাটতে শ্রমিকের মজুরি লাগতো। ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ধান কেটে দিয়েছে বিনামূল্যে। 
এতে আমার অনেক উপকার হয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

এসময় ছাত্রলীগ নেতা ফারুক খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের আহ্বানে আমাদের ধানকাটা কর্মসূচি শুরু হলো। আমরা সেই নির্দেশনা অনুযায়ী ধান কেটে দিয়েছি। এতে কৃষকের সম্মতি ছিল। তিনি আমাদের কাজে খুশি হয়েছেন, এতেই আমাদের তৃপ্তি।

Type and hit Enter to search

Close