Breaking News

সখীপুরে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

টাঙ্গাইলের সখীপরে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ এর উদ্যোগে প্রথম হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৮এপ্রিল) উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বঙ্গবন্ধু স্মৃতি সংসদ এর আয়োজনে কাহারতা দারুল উলূম মুহিউস্ সুন্নাহ বালক মাদ্রাসা মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ প্রতিযোগিতা অনুষ্ঠানে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি প্রভাষক এস এম ওয়ারেছ মিয়ার সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শওকত শিকদার।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অনুপম শাহজাহান জয়, প্রবীণ ইসলামী চিন্তাবিদ কারী আব্দুল হাই, মাওলানা আব্দুর রশিদ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন মাদ্রাসার ৪৩ জন কোরআন প্রতিযোগিতা হাফেজ এবং তাদের শিক্ষকগণ।

উল্লেখ্য, হিফজুল কোরআন প্রতিযোগিতায় আজ ২য় পর্বে ৪৩ জন মধ্যে ১০ জনকে ফাইনাল রাউন্ডে নেয়া হবে এবং ফাইনালে প্রথম বিজয়ী পাবেন ৩০ হাজার টাকা, দ্বিতীয় জন পাবেন ২০ হাজার টাকা, তৃতীয় জন পাবেন ১০ হাজার টাকা।

Type and hit Enter to search

Close