শুক্রবার (৭ এপ্রিল) উপজেলার পিচের মাথা এলাকায় নিজস্ব কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
গণঅধিকার পরিষদের সখীপুর উপজেলা শাখার আহবায়ক ও ইফতার মাহফিলের সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্ব করেন।
সখীপুর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আনিসুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মো. সাইফুল্লাহ হায়দার। এছাড়াও কেন্দ্রীয় সংসদের কার্যনির্বাহী সদস্য মো. তোফাজ্জল হোসেন, টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক মো. জহিরুল, যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান, কেন্দ্রীয় সংসদ যুব অধিকার পরিষদের সহ-ক্রিড়া সম্পাদক আবু বকর সিদ্দিক, জেলার সদস্য সচিব এড. মাহাবুবুর রহমান রাসেল, টাঙ্গাইল জজ কোর্টের এড. সুজন আহমেদ, সখীপুর উপজেলা শাখার সদস্য সচিব মো. রহিম প্রমুখ।
Social Footer