INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে গণ অধিকার পরিষদের ইফতার ও দোয়া  মাহফিল

সখীপুরে গণ অধিকার পরিষদের ইফতার ও দোয়া মাহফিল

আহমেদ সাজু, সখীপুর: টাঙ্গাইলের সখীপুর উপজেলায় গণ অধিকার পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া  মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার(৭এপ্রিল) সখীপুর উপজেলার গণ অধিকার পরিষদের কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য তোফাজ্জল হোসেন, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম, আবুবকর সিদ্দিক কেন্দ্রীয় কমিটি,দেলোয়ার হোসেন আহ্বায়ক, গণ অধিকার পরিষদ।

অনুষ্ঠানের আলোচক তোফাজ্জল হোসেন বলেন, জননেতা ভিপি নুরের দল আগামীতে দেশের জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ব হয়ে মানুষের কল্যাণে কাজ করে করবে।

এবিষয়ে সখীপুর উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বলেন, আয়োজনে কিছু ত্রুটি মার্জনা চেয়ে আগামীতে আরও বৃহৎ পরিসরে ইফতার মাহফিল করার অঙ্গীকার করেন।