Breaking News

সখী‍পুরে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কমিটি গঠন। সভাপতি সিরাজী, সম্পাদক ওয়ারেছ

প্রতিনিধি,সখীপুর(টাঙ্গাইল): টাঙ্গাইলের সখী‍পুরে এসএসসি ৯৯ ব‍্যাচের ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কমিটি গঠন করা হয়েছে। গতকাল এক সাধারণ সভায় এক বছরের মেয়াদে সর্বসম্মতিক্রমে ৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়।   কার্যকরী কমিটিতে নূর মোহাম্মদ সিরাজীকে সভাপতি,প্রভাষক হাফিজুল রহমান ওয়ারেছকে সাধারণ সম্পাদক এবং কৃষিবিদ রফিকুল ইসলাম কোষাধ্যক্ষ করা হয়। 

ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নবনির্বাচিত সভাপতি নূর মোহাম্মদ সিরাজী বলেন,উপজেলার দরিদ্র মানুষদের জন্য চিকিৎসা সহায়তা, মেধাবী দরিদ্র ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক ক্রয়, ১৯৯৯ ব্যাচের প্রয়াত বন্ধুদের ছেলে-মেয়ের লেখাপড়ার যাবতীয় খরচ বহনসহ মানুষের কল্যাণে কাজ করার ব্রত নিয়ে ২০২২ সালে "এসএসসি '৯৯ ওয়েলফেয়ার ফাউন্ডেশন" নামে সংগঠনটির যাত্রা শুরু হয়েছে । মানুষের কল‍্যাণে 
আমাদের সংগঠনের এ উদ্যোগ যেন সফল ভাবে চলমান থাকে এ জন‍্য সকলের কাছে দোয়া চাই।

Type and hit Enter to search

Close