Breaking News

টাঙ্গাইলে বিএনপি উদ্যোগে,২’শ অসহায় পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ

সাইদুর রহমান সমীর, টাঙ্গাইল প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে টাঙ্গাইল শহর বিএনপির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও টাঙ্গাইলে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে শহরের রেজস্ট্রিপাড়া এলাকায় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান এর পক্ষ থেকে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সার্বিক সহযোগীতায় ছিলেন জেলা বিএনপির সাবেক আহবয়ক কমিটির সদস্য মো. নূরে আলম সাদেক। 

অনুষ্ঠানে সক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ প্রমুখ। 

এসময় জেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক মো. রফিকুল ইসলাম স্বপন, জেলা তাঁতীদলের সাবেক সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রায় ২ শত অসহায় পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিলো, পোলাও চাউল, চিনি, সেমাই, তেল ইত্যাদি। এসব ঈদ সামগ্রী পেয়ে হাসি ফোটে ওঠেছে অসহায় পরিবারদের মাঝে।

Type and hit Enter to search

Close