INFO Breaking
Live
wb_sunny

Breaking News

কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন টিকেট কাউন্টার ও বর্জ্য ব্যবস্থাপনা পিটের উদ্বোধন

কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন টিকেট কাউন্টার ও বর্জ্য ব্যবস্থাপনা পিটের উদ্বোধন

সাইদুর রহমান সমীর, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের নতুন টিকেট কাউন্টার ও স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বর্জ্য ব্যবস্থাপনা পিট এর শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) সকালে ওই স্থাপনাগুলো উদ্বোধন করেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য ও উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।
পরে সাংসদের সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের ।
সভাটি পরিচালনা করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. মো. সাহেদুর রহমান।
আয়োজিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মজনু ও স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নিটোল বণিক প্রমুখ।