Breaking News

"প্রয়োজনে রাস্তা পাহারা দেব, আর কোন গোয়াল ঘর পাহারা দেব না":চেয়ারম্যান দুলাল হোসেন

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের চকচকিয়া সর্বজনীন নার্ট মন্দিরে ১৬ পহর ব্যাপী নীলা কীর্ত্তন অনুষ্ঠান শুরু হয়েছে।
বুধবার(১ ই মার্চ) দ্বিতীয় রজনীতে নাম কীর্ত্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ০১ নং কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন দুলাল। 
এসময় তিনি সরকারের উন্নয়ন ও সমাজের অন্যতম ব্যাধি মাদক,বাল্যবিবাহ, ইভটিজিং,কিশোর গ্যাং,সাইবার অপরাধ এবং গরু চুরি প্রতিরোধ বিষয়ক আলোচনা করে বক্তব্য দেন। তিনি তার বক্তব্যের এক পর্যায়ে বলেন, "আমরা প্রয়োজনে রাস্তা পাহারা দেব' আর কোন গোয়াল ঘর পাহারা দেব না" ইতিমধ্যে তৈলাধারাতে ডাকাতি বন্ধে গাছ কেটে সেখানে চৌকিদারী পাহারার ব্যাবস্থা করেছি, হামিদপুরে বাঁশ বেঁধে দিয়েছি,ইন্দারজানীতে বাঁশ বেঁধে দিয়েছি যাতে রাত্রিতে কাকড়াজানের মানুষ শান্তিতে ঘুমাতে পারেন। 
এজন্য আপনাদেরও একটু সচেতন ও সজাগ থাকতে হবে।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ৩ নং ওয়ার্ড মেম্বার নাসির উদ্দীন মেজবাহ ও যুবলীগ নেতা ও ক্রাইম রিপোর্টার খাঁন আহম্মেদ হৃদয় পাশা।

বক্তারা তাদের বক্তব্যে মন্দির সংস্কারে সার্বিক সহায়তা ও রাস্তা মেরামতের জন্য আস্বস্ত করেন।

Type and hit Enter to search

Close