
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের উদ্যোগে ১ম বার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৪ মার্চ) সখীপুর পৌরসভার ১ নং ওয়ার্ড, কাহারতা দারুল উলূম মুহিউস সুন্নাহ বালক মাদরাসা প্রাঙ্গনে প্রথম পর্বের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে প্রায় শতাধিক ছাত্র অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি, প্রভাষক এম.এইচ ওয়ারেছের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর তারেক।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারতা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক সভাপতি মাওলানা আব্দুল রশিদ, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের উপদেষ্টা জহিরুল ইসলাম লাট, সূর্যতরুণ শিক্ষাঙ্গন আবাসিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু নাসের ফারুক, সখীপুর পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: হায়দার আলী, পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কমিশনার মঞ্জুরুল হক মজনু, মুফতি রফিক, মুফতি শামছুল আলম, ক্বারী আব্দুল হাই প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সহ সম্পাদক হাফেজ মাওলানা নাসির উদ্দিন, হুফফাজুল কোরআন কালিহাতী উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আশরাফ আলী মাহমুদী।
অনুষ্ঠানের সঞ্চালক, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলাম জানান, ইনশাআল্লাহ প্রতি বছর আমাদের এ প্রতিযোগিতা অব্যাহত থাকবে। তিনি আরো জানান, এই রমজানেই তিন ধাপের বাছাই প্রক্রিয়া শেষে বিজয়ী ছাত্রদের পুরষ্কার বিতরণ করা হবে।