শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

রমজানের আকাশে ব্যতিক্রমী চাঁদ, সবাই বলছেন ‘কখনো দেখিনি’

প্রথম রমজানের আকাশে দেখা মিলেছে ব্যতিক্রমী চাঁদ। সাধারণত চাঁদের উপরে তারা দেখা যায়। এবার প্রথম রমজানে চাঁদের নিচে তারা দেখা গেছে।

শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যার পর দেশের সব স্থান থেকে চাঁদের নিচে তারা দেখেছেন স্থানীয়রা। এ নিয়ে সামাজিক যোগাযোগের মধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন অনেকেরংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ড. তুহিন ওয়াদুদ তার ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘প্রিয়ার গলায় ঝুলে থাক চন্দ্রহার, ঝুলে থাক নক্ষত্র-লকেট।

অনেকে ফেসবুকে পোস্ট দিয়েছেন, বাংলাদেশের আকাশে আজ চাঁদ আর শুকতারা একই রেখায় দেখা গেছে যা একটি বিরল ঘটনা। ব্যতিক্রমী এ দৃশ্য দেখতে খোলা জায়গায় বা বাসার ছাদে ভিড় করেন অনেক কৌতুহলী মানুষ। 

তারা বলছেন, এমন দৃশ্য এই প্রথম দেখলেন।কয়েকজন আবহাওয়াবিদ জানান, তারা জীবনে এটি প্রথম দেখলেন-চাঁদের নিচে সঙ্গে লেগে থাকা তারা। যদিও মাঝে অনেক দূরত্ব, কিন্তু এভাবে কোনোদিন চাঁদ ও তারাকে এভাবে তারা দেখেননি।

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের প্রভাষক মহুয়া শবনম বলেন, ‘চাঁদ আর শুক্রগ্রহ বা শুকতারা একই রেখায় দেখা যাওয়ায় এমন দেখাচ্ছে।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership