
টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় শরীফুল ইসলাম(১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
আজ রবিবার সকাল ৯ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য বাদল হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ১০ মার্চ উপজেলার কচুয়া কেরানীমোড় থেকে বাজারে আসার পথে অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে গুরুতর আহত হয় চালক শরীফুল। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে দুইদিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তার মৃত্যু হয়। নিহত শরীফুল ইসলাম উপজেলার কচুয়া গ্রামের বাদশা মিয়ার ছেলে।
তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।