রবিবার, ১২ মার্চ, ২০২৩

সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ২৯তম সভা অনিুষ্ঠিত

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপর(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে “ সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিঃ”এর ২৯তম সাধারণ সভা- ২০২৩ খ্রি.অনিুষ্ঠিত হয়েছে।
শনিবার(১১ মার্চ) সকাল ১১টায়  আদর্শ শিশু কানন  প্রি-ক্যাডেট স্কুল মাঠে এ সভা অুনষ্টিত হয়।

এসময় সমিতির সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য উপস্থাপন করেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সখীপুর-বাসাইলের এম.পি.বীরমুক্তিযোদ্ধা এড জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু,সখীপুর পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ,সখীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রকৌশলী ফারজানা আলম  প্রমুখ।
এছাড়াও চর্চাপদ গবেষক প্রফেসর আলীম মাহমুদ, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন তালুকদার,সখীপুর পিএম পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যানসহ প্রায় ২ হাজার সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership