INFO Breaking
Live
wb_sunny

Breaking News

কালিহাতীতে  নবজাতকের লাশ উদ্ধার

কালিহাতীতে নবজাতকের লাশ উদ্ধার

সাইদুর রহমান সমীর, টাঙ্গাইলের কালিহাতীতে দাফনের কাপড় মোড়ানো অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার আউলটিয়া বেতআড়া থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, উপজেলা বাংড়া ইউনিয়নের আউলটিয়া এলাকায় বেতআড়ায় আনুমানিক এক দিন বয়সী একটি নবজাতকের লাশ সবার  অগোচরে কে বা কারা ফেলে রেখে যায়। পথচারীরা দাফনের কাপড় মোড়ানো নবজাতকের লাশ দেখতে পেয়ে কালিহাতী থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে। তবে কে বা কারা মৃত নবজাতক ফেলে রেখে গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।