INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে নও-মুসলিমদের সংবর্ধনা ও ইফতার মাহফিল

সখীপুরে নও-মুসলিমদের সংবর্ধনা ও ইফতার মাহফিল

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে নও-মুসলিমদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) ভোজন বিলাস হোটেলে এন্ড চাইনিজ রেস্টুরেন্টে এ সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

'জঙ্গিবাদ, উগ্রবাদ, ইসলামী অপব্যাখাকে না বলি, সালাফি মানহাজ গ্রহণ করি' এ স্লোগানে
সালাফি মানহাজ কল্যাণ সংস্থা নামের একটি সংগঠন নও-মুসলিমদের সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

 সালাফি মানহাজ কল্যাণ সংস্থা আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সালাফি মানহাজ কল্যাণ সংস্থার সভাপতি আব্দুন নূর বিন কাশেম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শওকত শিকদার। বক্তব্য দেন বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ হোসেন, ন সালাফি মানহাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল কাদের সিদ্দিক নও-মুসলিম আবদুল্লাহ কোরাইশ ও আবদুল্লাহ জোবাইর প্রমুখ।