শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

সখীপুরে ইন্দারজানী সদরদারুলউলুম ইসলামি মাদ্রাসার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

খাঁন আহম্মেদ হৃদয় পাশা,সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানী সদর দারুলউলুম ইসলামি মাদ্রাসা উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(৩১ মার্চ)অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা মুফতি সিরাজুল ইসলামের পরিচালনায় এলাকাবাসীর সার্বিক  সহযোগিতায় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোতালেব
মাস্টার,সহসভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আবু হানিফ মাস্টার,কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন,সম্মানিত সদস্য মহিউদ্দিন,ডাঃ আঃ জলিল, আঃ কাদের, বিপ্লব সরকার, আবুল কালাম, বিডিআর সোহেল রানা, ডাঃ আঃ হাই,সদস্য সোহেল রানা সহ মাদ্রাসার উদ্যোক্তা ইমান আলী, জমিদাতা মোঃ লোকমান হাকিম মাস্টার,কৃষি অফিসার মোতালেব, দুলাল হোসেন, মাওলানা মোবারক হোসেন, ক্বারী মহিউদ্দিন জমিদাতার সন্তান সমাজ সেবক সামীম আল মামুন,২ নং ওয়ার্ড মেম্বার ডিএম রফিকুল ইসলাম রফিক, যুবলীগ নেতা জাহিদ হাসান, সমাজ সেবক রাজীব ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মুফতি সিরাজুল ইসলাম, মুফতি আঃ মান্নান, মাওলানা হেলাল উদ্দিন, মুফতি আঃ বারী,মুফতি হাফেজ আল আমিন, মুফতি আলী হোসেন, হাফেজ মাসুদ রানা, হাফেজ মোশাররফ হোসেন, হাফেজ হাবিবুর রহমান, হাফেজ পারভেজ আলী, মতিয়ার রহমান (বাবুর্চি) ও জমিদাতা মরহুম আঃ হামিদ মাস্টার ও মরহুম আবুল কাশেম (কয়েদী) এর সন্তানরাসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রতিষ্ঠানের ৩ শত শিক্ষার্থী সহ প্রায় ৪ শতাধিক রোজাদার মুসুল্লি এ ইফতার ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership